মেহেরপুর প্রতিনিধিঃ সংখ্যালঘু বলে আমাদের দেশে কিছু নাই, এটা আমরা বানিয়েছি। এ মাটির সন্তান বাংলার এ মাটিতে যে হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছে, যে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে, যে বৌদ্ধ এবং খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেছে সবাই এ মাটির সন্তান। সংখ্যালঘু বলে একটা সম্প্রদায়কে আমরা হীনমন্যতায় ভোগাই তারা নিজেদেরকে দুর্বল ভাবে। সমাবেশ থেকে বলতে চাই বাংলাদেশে কোন সংখ্যালঘু নাই কেউ হিন্দু কেউ মুসলমান আমি হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলি কেউ হীনমন্যতায় ভুগবেন না। কোন লোক যদি আপনাদের গোপনে কিংবা প্রকাশ্যে কেউ অত্যাচারের চেষ্টা চালায় আপনারা আমাদের জানাবেন আমরা তার যথাযথ ব্যবস্থা নেব। আমরা যেভাবে বসবাস করি ঠিক আপনারাও সেভাবেই বসবাস করবেন। মনের মধ্যে কোন হীনমন্যতা রাখা যাবে না এই শেখ হাসিনা এসবগুলো তৈরি করেছে। গত শুক্রবার রাতে মেহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপি'র আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস এ কথা বলেন। ছাত্র, শ্রমিক, জনতার বৈষম্য বিরোধী জুলাই বিপ্লবকে সফল করার লক্ষ্যে মেহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্র্ড মুখার্জিপাড়ায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির দপ্তর সম্পাদক নাসিম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, সহ-সভাপতি বাবু সাবের, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সজীব, সাবেক পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবু, জেলা মহিলা দলের সভাপতি সাইয়্যেদাতুন নেসা নয়ন প্রমুখ। আলোচনা সভার সভাপতিত্ব করেন পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আবু ওবায়দুল্লাহ সেন্টু। এ সময় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার এত দুর্নীতি করেছে এখন দেশে থাকতে পারছে না। বিভিন্ন স্থানে ও বাইরে আত্ম গোপনে রয়েছে। এই সুযোগে যাতে করে আমাদের বিএনপি নেতাকর্মীর সাথে কোন রকম সম্পর্ক তৈরি করে আমাদের ভিতরে কোন প্রকার কোন্দল সৃষ্টি না করতে পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান নেতাকর্মীদের। আলোচনা সভায় পৌরসভা ২ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে।