মেহেরপুরে বোমা, চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার


মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের (৫৫) দোকানের সামনে থেকে দু’টি বোমা, চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে গাংনী উপজেলার গোপালনগর বাজারে এসব উদ্ধার করে। রবিউল ইসলাম রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গোপালনগর গ্রামের আবুল কাশেম বিশ^াসের ছেলে।রবিউল ইসলাম বলেন, প্রতিদিনের মত রাতে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে যায়। শুক্রবার সকালে দোকান খুলতে এসে একটি প্লাস্টিকের ব্যাগে বোমা দেখতে পায়। স্থানীয়দের সহযোগিতায় গাংনী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমা, চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করে। তিনি আরো বলেন, গত কিছুদিন আগে রায়পুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান বসানো কে কেন্দ্র করে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটি হয়। সেই সূত্রতার জের ধরে আমাকে হত্যার হুমকি দেওয়ার জন্য আমার দোকানে বোমা, চিরকুট ও কাফনের কাপড় রেখে আসে আওয়ামীলীগের লোকজন। এ বিষয়ে গাংনী থানার উপ-পরির্দশক শিমুল বিল্লাহ্ জানান, ভয়ভীতি দেখানোর জন্য রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের দোকানের সামনে বোমা সাদৃশ্য বস্ত, চিরকুট ও কাফনের কাপড় রেখে আসে দুর্বৃত্তরা। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন