জাতীয় শোক দিবসে মেহেরপুর পৌর মেয়রের উদ্যোগে খাবার বিতরণ

 

মেহের আমজাদ,মেহেরপুর ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

খাবার বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম,আব্দুল মান্নান,মেহেরপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এম.এ.এস ইমন। মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার কাউন্সিলর আল মামুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য মফিজুর রহমান,সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন,বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি রেহানা মান্নান, মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সফুরা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর পরে অসহায় ও পথচারিদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন