মেহের আমজাদ,মেহেরপুর ঃ জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে আরডিসি রনি খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী,শহীদ সাদিক হোসেন বাবুল প্রমুখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল জান্নাহ, তানভীর আহমেদ,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্টেট রিফাত জাহান, গোলাম রাব্বানী সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।