নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনীতে আম গাছ থেকে পড়ে হাসিবুল ইসলাম (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের হিন্দা গ্রামে আম গাছের শুকনা ডাল কাটতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল ইসলাম হিন্দা গ্রামের ছহির উদ্দীনের ছেলে ও স্থানীয় হিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র। নিহতের স্বজনরা জানান, বাড়িরপাশে রান্নার জন্য শুকনা ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক লায়লা আফরোজ জানান, হাসিবুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আনা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।