নিজের বলার মত একটা গল্প" ফাউন্ডেশনের প্রশিক্ষণের দুই হাজার তম দিন উদযাপন উপলক্ষে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

 

মেহেরপুর : ১৫-০৭-২৩

"নিজের বলার মত একটা গল্প" ফাউন্ডেশনের বিরতিহীনভাবে উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে প্রশিক্ষণের দুই হাজার তম দিন উদযাপন উপলক্ষে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সংগঠনের কার্যনির্বাহী সদস্য সাজেদুর রহমান সাজু'র শুভেচ্ছা বক্তব্যর মধ্য দিয়ে মেহেরপুর জেলা পরিষদের মিলানায়তনে অনুষ্ঠানের শুরু হয়। এ সময় মেহেরপুর জেলার বিভিন্ন তরুণ উদ্যোক্তারা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া, যুব উন্নয়নের উপপরিচালক ফিরোজ আহমেদ, জেলার চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল প্রমুখ। এছাড়া সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন