ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি

 

তুহিন মেহেরপুর প্রতিনিধি : ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে এখন সাজ সাজ রব। চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতি কমপ্লেক্স ধোয়ামোছার কাজ সহ পুরো মুজিবনগর জুড়ে চলছে সাজসজ্জার কাজ । 

এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। মুজিবনগর কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনায় রঙের কাজসহ তৈরি করা হচ্ছে। বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে তোরণ। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তেলনের মধ্যে দিয়ে দিবসটির কর্মসূচীর উদ্বোধন করা হবে। 

এছাড়াও অনুষ্ঠিত হবে আলোচনসভা এবং দিনব্যাপী রয়েছে বিভিন্ন অনুষ্ঠান। দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখবেন সরকারের উচ্চ পদস্থ মন্ত্রীবর্গ। এরই মধ্যে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন