মেহেরপুরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রওশন আলী টোকনের শপথ গ্রহণ

 

ডেস্ক নিউজঃ ৬ ই এপ্রিল, বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম সদর উপজেলার আমদহ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রওশন আলী টোকনের শপথ বাক্য পাঠ করান। শপথ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম তার বক্তব্য বলেন, আমরা আশা করব আপনার উপর যে অর্পিত দায়িত্ব তা সততার সাথে, নিষ্টার সাথে এবং দেশপ্রেমের সাথে দেশপ্রেম মাথায় রেখে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন আপনারা জানেন যে ইউনিয়ন পরিষদ পরিচালিত হয় একটি আইন দ্বারা।ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এই আইনে আপনাকে ইউনিয়ন পরিষদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, কর্তব্য দেওয়া হয়েছে।এবং দায়িত্ব কর্তব্য পালনের জন্য কিছু বিধিমালা জারি করা হয়েছে,পরিপত্র জারি করা হয়েছে।

এসময় নবনির্বাচিত চেয়ারম্যান রওশন আলী বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথ পালন করব। শাসক নয় সেবক হয়ে জনগণের কাজ করে যাব।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন