বিদায়ী জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, এবং জেলা প্রশাসনের কর্মচারীদের পক্ষে নাজির জহির উদ্দিন নবাগত জেলা প্রশাসক কে পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিদায়ী জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে সাথে নিয়ে ট্রেজারি শাখায় যান। এ সময় অন্যদের মধ্যে।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা-উল জান্নাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া সিদ্দিকা সেতু, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী,আসাদুজ্জামান নূর, রিফাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।