তুহিন ইসলামঃ আজ সকালে ফতেপুর দারুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে, মাদ্রাসা সভাপতি শফিউল ইসলাম রমজান বিশ্বাসের সভাপতিত্বে, ফতেপুর দারুল কোরআন মাদ্রাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক নম্বর ওয়ার্ডের মেম্বার মিলন আহ্মেদ, আরো উপস্থিত ছিলেন, আক্কাস আলী, বাবলু মিয়া, জিয়াউর সহ মাদ্রাসার শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, ইসলামী শিক্ষার বিকল্প নেই। আজমপুর দারুল কুরআন মাদ্রাসা মডেল মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হবে। আরো বলেন ছাত্র-ছাত্রীদের মাঝে সামান্য একটি উপহার দিয়ে ছাত্রদের মাঝে আরো উৎসাহ প্রদান করার জন্য আমাদের এই প্রচেষ্টা।