মেহেরপুরে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী

 

নিউজ ডেস্কঃ মেহেরপুর সদর উপজেলা আমদাহ ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী রওশন আলী টোকন ১২৩৭৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক নিয়ে আনারুল ইসলাম ৬৯২৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নজরুল ইসলাম ৭৫০ ভোট পেয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ই মার্চ) সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ হয়। মেহেরপুর নির্বাচন অফিস থেকে জানান, আমদাহ ইউনিয়নে ৯ টি ওয়ার্ড, মোট ভোটার সংখ্যা ২৫,০৪০ জন । পুরুষ ভোটার ১২০৮০ জন,  মহিলা ভোটার ১২০৬০ জন। এই নির্বাচনে অংশগ্রহণ করেন চেয়ারম্যান পদে ৩ জন, ৩ জন সংরক্ষিত মহিলা আসনের বিপরীতে ১৬ জন, ৯ জন মেম্বার পদের বিপরীতে ৪৩ জন মেম্বার প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সমাপ্ত হয় বলে জানান উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন