নিষেধাজ্ঞা থেকে ফিরছেন শহীদুল

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদলের পর গতকাল পেসার এনামুল হককে কথাটা বললেন অগ্রণী ব্যাংকের কোচ মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। অভিজ্ঞ জহুরুল হক, মার্শাল আইয়ুব, ফজলে রাব্বি, সাদমান ইসলামরা এবার খেলবেন অগ্রণী ব্যাংকের হয়ে। চমকও আছে দলটিতে। জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার শহীদুল ইসলাম নিষেধাজ্ঞা শেষে ফিরছেন অগ্রণী ব্যাংকের জার্সিতে।

গত বছর ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় এই ডানহাতি পেসারকে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে ১০ মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি। তাঁর নিষেধাজ্ঞা উঠবে ২৮ মার্চ। আজ সিসিডিএমে প্রিমিয়ার লিগের দলবদলে সেই শহীদুলের দিকেই ছিল সবার চোখ। ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা এই পেসারকে অভিনন্দন জানাচ্ছিলেন অন্য ক্রিকেটাররা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন