নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মেহেরপুরে বিএনপি’র মানববন্ধন

 

নিউজ ডেস্কঃ চাল,ডাল, তেল, গ্যাস বিদ্যুৎসহ কৃষি ও শিক্ষা উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে মেহেরপুরে মানববন্ধন করা হয়েছে। শনিবার সকাল দশটার দিকে মেহেরপুর শহরের কাথুলি বাস স্ট্যান্ড সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি রাজপথে আছে, থাকবে। আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এভাবে দেশ চলতে পারে না। এ সরকার পদত্যাগ করলে দেশ শান্তিতে থাকবে। মানুষ স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসবে। সাংবাদিকদের নেই কোন স্বাধীনতা। তাদের দমন পীড়নের মধ্যে রেখেছে এই সরকার। এসময় আরো বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি, ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, আব্দুর রহমান বিশ^াস, জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মারুফ আহমেদ বিজন প্রমূখ। পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ^াসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন। এসময় সেখানে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন